স্বাস্থ্য বিমা যাদের নেই তাঁরা সকলে স্বাস্থ্য -সাথী প্রকল্পের সুযোগ পাবেন, সাংবাদিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর


GNE NEWS DESK: মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা স্বাস্থ্য-সাথী কার্ড নিয়ে। রাজ্যের স্বাস্থ্য-সাথী প্রকল্পের সুবিধা পাবেন প্রত্যেক রাজ্যবাসী স্বাস্থ্য বিমা প্রকল্পের অধীনে না থাকলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী ঘোষণা করে চলেছেন একের পর এক জনমুকী প্রকল্পের একুশের বিধানসভা ভোটের আগে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া ঘোষণা বৃহস্পতিবার নবান্নেও স্বাস্থ্য-সাথী প্রকল্প নিয়েও।
এবার স্বাস্থ্য-পরিষেবার মসৃণ পথ তুলে দিতে চায় সরকার রাজ্যের প্রায় সব স্তর পর্যন্ত মানুষের হাতে। যাঁদের কোনও স্বাস্থ্য বিমা নেই তাঁরা প্রত্যেকে এবার থেকে রাজ্যের স্বাস্থ্য-সাথী প্রকল্পের সুযোগ পাবেন, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এমনটাই জানিয়েছেন।
রাজ্য সরকারের ভাবনা বাংলার সাড়ে ৭ কোটি মানুষকে স্বাস্থ্য-সাথী প্রকল্পের আওতায় আনার। ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার ব্যবস্থা রয়েছে রাজ্যের এই প্রকল্পে। বেসরকারি হাসপাতালেও চিকিৎসার সুযোগ মিলছে স্বাস্থ্য-সাথী কার্ড দেখিয়ে।
আগামী ১ ডিসেম্বর থেকে রাজ্যের স্বাস্থ্য-সাথী প্রকল্পের স্মার্ট কার্ড চালু হয়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রী এদিন এমনটাই জানিয়েছেন। এই কার্ড করানো যাবে পরিবারের একজন মহিলার নামে। শীঘ্রই চালু হচ্ছে ‘দুয়ারে-দুয়ারে’ সরকার প্রকল্প রাজ্য সরকারের প্রকল্পে। নাগরিক দের আবেদন করতে হবে সেই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ব্লক-ব্লকে ও পুরসভাগুলিতে গিয়ে স্বাস্থ্য-সাথী প্রকল্পের সুবিধা চেয়ে।