

GNE NEWS DESK: ফের নবান্ন বাধ্যতামূলক হাজিরার ফতোয়া জারি করল বামেদের বনধের আগে সরকারি কর্মীদের। বৃহস্পতিবার বামেদের বনধের দিন সরকারি ও আধা সরকারি দফতরে হাজিরা বাধ্যতামূলক, বুধবার নবান্ন থেকে এক নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে। সমস্ত সরকারি গণপরিবহন বনধের দিন সচল থাকবে।
বনধ বিরোধী অবস্থান নেয় তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই। শুধু এটাই নয়, বনধে সরকারি দফতরে হাজিরা বাধ্যতামূলক করা হয়, বিরোধীদের বনধকে বানচাল করতে। তার ব্যতিক্রম এবারও হয়নি। বৃহস্পতিবার যেতেই হবে অফিস। না গেলে মিলবে না ছুটি, কাটা যাবে বেতন, নবান্ন থেকে এমনটাই জানানো হয়েছে।
তৃণমূল জানিয়েছে, দেশজুড়ে বামেদের মোদী সরকারের নীতির বিরুদ্ধে এই বনধের ইস্যুগুলিকে সমর্থন করলেও বনধ তারা সমর্থন করেন না। তবে তৃণমূল কর্মীরা বনধের দিন ইস্যুগুলির সমর্থনে রাস্তায় নামবেন। বৃহস্পতিবার সচল থাকবে সরকারি বাস, ট্রাম, ফেরি, রাজ্য সরকারের তরফে এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, বামেদের বনধে অশান্তির আশঙ্কায় কলকাতায় ৫,০০০ পুলিশকর্মী মোতায়েন করা হবে। সতর্ক করা হয়েছে জেলাগুলিকেও।