DA Protest : ৩১ মে জেলাশাসকদের দফতরে ধর্নার ঘোষণা সরকারি কর্মচারীদের

DA Protest : ৩১ মে জেলাশাসকদের দফতরে ধর্নার ঘোষণা সরকারি কর্মচারীদের

ডিএ তথা মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলনে নেমেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। দীর্ঘদিন ধরে চলছে তাঁদের ধর্নাঅবস্থান কর্মসূচি। এবার কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আগামী ৩১ মে রাজ্যের সব জেলায় জেলাশাসকদের দফতরে ধর্না ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হল।

রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ডিএ-র দাবিতে মুখর৷ নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। সুপ্রিম কোর্টে চলছে মামলা। অন্যদিকে রাজ্য সরকারও অনড়। এই পরিস্থিতিতে সরকারী কর্মচারিদের আন্দোলনে রাশ টানতে নবান্নের তরফে দু’টি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থ দফতরের তরফেও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি। অর্থ দফতর জানিয়েছে, অফিসের কাজের সময় অন্য কোনও কর্মসূচি করা যাবে না। বেলা ১টা ৩০ থেকে ২টোর মধ্যে মধ্যাহ্নভোজের বিরতিতে কোনও কর্মসূচিতে অংশগ্রহণ করা চলবে না। সেই সঙ্গে উপযুক্ত কারণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্ধারিত সময়ের পূর্বে সরকারী কর্মচারীরা অফিস থেকে বের হতে পারবেন না। নিয়ম পালিত না হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তারই মাঝে নতুন কর্মসূচি ঘোষণা করলেন সরকারি কর্মচারীরা৷

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ