Jiban Krishna Saha : তল্লাশির ৪৮ ঘন্টা! পুকুর থেকে উদ্ধার একটি ফোন, চলছে অন্যটির খোঁজ

Jiban Krishna Saha : তল্লাশির ৪৮ ঘন্টা! পুকুর থেকে উদ্ধার একটি ফোন, চলছে অন্যটির খোঁজ

বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই হানার পর প্রায় ৪৮ ঘন্টা হতে চলেছে। এখনও চলছে তল্লাশি। প্রায় ৩২ ঘন্টা পরে উদ্ধার হয়েছে পুকুরে ছুঁড়ে ফেলা ফোনের একটি। অন্যটির খোঁজে এখনও চলছে তল্লাশি।

নিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। সেই অভিযান এখনও চলছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, বাড়িতে তল্লাশি ও জেরার মাঝে শৌচালয়ে যাওয়ার বাহানায় নিজের দুটি মোবাইল পিছনের পুকুরে ফেলে দেন বিধায়ক।

আরও পড়ুন:  Recruitment Scam : চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্য

এরপর শুক্রবার রাত থেকে পুকুরে জল ছেঁচে ফেলে মোবাইলের খোঁজে পুকুরে শুরু হয় তল্লাশি। স্থানীয় মৎসজীবী ও শ্রমিকদের সাহায্য নেওয়া হয়। রবিবার সকাল সাড়ে ৭ টা নাগাদ একটি মোবাইল উদ্ধার হয়। সেটিকে সনাক্ত করেছেন বিধায়ক। মোবাইলটি পরীক্ষা করছেন সিবিআই এর প্রযুক্তি বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:  Kuntal Ghosh : অভিষেকের নাম বলাতে চাপের অভিযোগ, ইডি-সিবিআই-এর বিরুদ্ধে কলকাতা পুলিশে কুন্তল

অন্যদিকে জানা গিয়েছে, বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে বাড়ির ছাদে তুলে পুকুরে মোবাইল ছুড়ে ফেলার ঘটনার পুনর্নির্মাণ করেছেন সিবিআই এর তদন্তকারীরা। সম্পূর্ণ ঘটনার ভিডিওগ্রাফি করে নথিতে বিধায়ককে দিয়ে স্বাক্ষরও করিয়ে নেওয়া হয়েছে বলে খবর সিবিআই সূত্রের। একটি মোবাইল পুকুর থেকে উদ্ধার হলেও অন্য মোবাইলটির খোঁজে এখনও চলছে তল্লাশি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ