কলকাতা হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে ইডি ও সিবিআই এর হাত থেকে সুরক্ষাকবচের আর্জিও খারিজ করেছে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ।

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সহ একাধিক ডিভিশন বেঞ্চে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা খারিজ হয়ে যায়৷ প্রধান বিচারপতি অবসরকালীন বেঞ্চে ফেরত পাঠান মামলা। তারপরেই দ্রুত শুনানি ও রক্ষাকবচ চেয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। শুনানিতে অভিষেকের চটজলদি গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করে ইডি ও সিবিআই এর সম্ভাব্য কড়া পদক্ষেপের বিরুদ্ধে সুরক্ষাকবচের আর্জি জানান অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙভি। তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আগামী শুক্রবার এই মামলার পুনরায় শুনানি হবে।

জনপ্রিয় খবর:  Akhil Giri : অভিষেকের নিরাপত্তা রক্ষীর ধাক্কা! আহত মন্ত্রী অখিল গিরি

প্রসঙ্গত উল্লেখ্য, কুন্তল ঘোষের ইডি ও সিবিআই এর বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে পাঠানো চিঠি সংক্রান্ত মামলায় প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে ইডি ও সিবিআই প্রশ্ন করতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে বিচারপতি সিনহার এজলাসে আসে সুপ্রিম কোর্টের আদেশে। এরপর আদালতের নির্দেশ পুনর্বিবেচনা বা প্রত্যাহারের জন্য বিচারপতি সিনহার এজলাসে আবেদন করেন অভিষেক। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা। সেই সঙ্গে অভিষেকের আবেদনের কোনো সারবত্তা না মেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারপতি।

জনপ্রিয় খবর:  Kurmi Arrest : ফের গ্রেপ্তার কুড়মি আন্দোলনকারী, পুলিশি অত্যাচারের অভিযোগ, ৬ জুন কুড়মি সমাবেশ

শুক্রবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেন অভিষেক ও কুন্তল। কিন্তু বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জরুরি ভিত্তিতে আবেদন শুনতে রাজি হয়নি। এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই আবেদনও গৃহীত হয়নি। প্রধান বিচারপতি জরুরি ভিত্তিতে আবেদন শোনা সম্ভব নয় বলে জানিয়ে দিয়ে, অভিষেক ও কুন্তলকে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে আবেদন জমা দেওয়ার অনুমতি দেন। তারপরেই নোটিশ দিয়ে অভিষেককে নিজাম প্যালেসের দপ্তরে তলব করে সিবিআই। এরপরেই সিবিআই দপ্তরে হাজির হওয়ার আগে সুপ্রিম কোর্টে আবেদনের সিদ্ধান্তের কথা সিবিআই-কে চিঠি দিয়ে জানান অভিষেক।