BRAKING NEWS

Abhishek Banerjee : এজলাস বদলেও রেহাই নেই অভিষেকের! “তদন্তে সহযোগিতা করা উচিত”, মন্তব্য হাইকোর্টের

সুপ্রিম কোর্টের নির্দেশের পর নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সরানো হয়েছে। কিন্তু তা বিশেষ স্বস্তিদায়ক হল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। হাইকোর্ট তাঁর আইনজীবীর অনুরোধে সময় মঞ্জুর করলেও বার্তা দিল, “তদন্তে সহযোগিতা করতে অসুবিধা কোথায়?”

এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে জানিয়েছিলেন, প্রয়োজনবোধ করলে তদন্তকারীরা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারবেন। তারপরেই সুপ্রিম কোর্টে যান অভিষেক। প্রধান বিচারপতির এজলাসে বিচারাধীন বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের বিষয়টি উত্থাপিত হয়। সুপ্রিম কোর্ট মামলাটি অন্য বিচারপতির এজলাসে সরিয়ে দিতে বললেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হাইকোর্টকে পূর্ণস্বাধীনতা দেয়।

এইদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটির শুনানি ছিল। বিচারপতি জানান, “তদন্তের উপরে কেউ নন। আপনি তদন্তে সহযোগিতা করুন। তাতে অসুবিধার কী রয়েছে?” অভিষেকের আইনজীবী বলেন, “এই মামলায় আমার বক্তব্য না শুনেই নির্দেশ দেওয়া হয়েছিল।” বিচারপতি তদন্তে সহযোগিতা করার প্রয়োজনীয়তা রয়েছে বলে ফের জানিয়ে তদন্তের বিষয়ে তদন্তকারী সংস্থার উপর আস্থা রাখার কথা বলেন৷ অভিষেকের আইনজীবীর বক্তব্য অনুযায়ী আপাতত সময় দেওয়া হলেও বিচারপতির সংযোজন, “আইনই সবার উপরে। আইনই সর্বোচ্চ। তদন্তে সহযোগিতা করার প্রত্যেকের দায়িত্ব।”

Leave a Reply