কুন্তল ঘোষের চিঠি মামালায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিবিআই। শনিবার সকাল ১১টার মধ্যে কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে৷ বাঁকুড়ার সোনামুখিতে তৃণমূলে ‘নবজোয়ার যাত্রা’র সভা ছিল অভিষেকের। তা স্থগিত রেখে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে চলেছেন তিনি। অন্যদিকে বাঁকুড়ার সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দেবেন বলে জানা গিয়েছে।

কুন্তল ঘোষের ইডি ও সিবিআই এর বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে পাঠানো চিঠি সংক্রান্ত মামলায় প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে ইডি ও সিবিআই প্রশ্ন করতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে বিচারপতি সিনহার এজলাসে আসে সুপ্রিম কোর্টের আদেশে। এরপর আদালতের নির্দেশ পুনর্বিবেচনা বা প্রত্যাহারের জন্য বিচারপতি সিনহার এজলাসে আবেদন করেন অভিষেক। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা। সেই সঙ্গে অভিষেকের আবেদনের কোনো সারবত্তা না মেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারপতি।

জনপ্রিয় খবর:  Bayron Biswas : বায়রন ছাড়লেন কংগ্রেসের হাত, অভিষেকের হাত ধরে তৃণমূলে

শুক্রবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেন অভিষেক ও কুন্তল। কিন্তু বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জরুরি ভিত্তিতে আবেদন শুনতে রাজি হয়নি। এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই আবেদনও গৃহীত হয়নি। প্রধান বিচারপতি জরুরি ভিত্তিতে আবেদন শোনা সম্ভব নয় বলে জানিয়ে দিয়ে, অভিষেক ও কুন্তলকে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে আবেদন জমা দেওয়ার অনুমতি দেন।

জনপ্রিয় খবর:  Scam : শান্তনু ও কুন্তলের সঙ্গে লেনদেন 'কালীঘাটের কাকুর', দাবি ইডি সূত্রের