BRAKING NEWS

Scam : নিয়োগ দুর্নীতিতে কি এবার অভিনেতা যোগ! বনি সেনগুপ্তকে তলব ইডির

Scam : নিয়োগ দুর্নীতিতে কি এবার অভিনেতা যোগ! বনি সেনগুপ্তকে তলব ইডির, GNE BANGLA

নিয়োগ দুর্নীতিতে কি এবার টালিগঞ্জের অভিনেতা যোগ, উঠে গেল প্রশ্ন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তরফে তলব করা হয়েছে অভিনেতা বনি সেনগুপ্তকে। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হওয়া হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথিতেবনির নাম পেয়েছেন তদন্তকারীরা। সেই কারণেই আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতেই এই তলব।

Primary Scam : ৫ নম্বরের পরীক্ষায় ৬ ইন্টারভিউয়ে, সিবিআই-ইডি যৌথ তদন্তের নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

জানা গিয়েছে, চলতি সপ্তাহে শুক্রবার ইডি দফতরে তলব করা হয়েছে অভিনেতা বনিকে। অন্যদিকে হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছেন তদন্তকারীরা। এর আগে কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পর থেকে একাধিক বার তলব করা হয়েছে তাঁকে। তলব করা হয়েছে কুন্তলের সঙ্গে যুক্ত থাকা বেশ কিছু এজেন্টকেও।

Anubrata Mandal : 'কেষ্ট'দা দিল্লি যাবেন, সবুজ সঙ্কেত আসানসোলের বিশেষ সিবিআই আদালতের