১২ তারিখে আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর চার পুরনিগমের ভোট গণনায় চারটিতেই তৃণমূলের পুরভোটে জয় প্রায় নিশ্চিত। বিপুল ভোটে জয়ের পথে তৃণমূল প্রার্থীরা। জয় নিশ্চিত হতেই বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ঘোষণা করেছেন শিলিগুড়ির মেয়র হচ্ছেন গৌতম দেব।
- Advertisement -
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরও নম্র ও মানবিক হয়ে মানুষের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে বলে বার্তা দিয়েছেন দলীয় কর্মীদের। তিনি আরও জানিয়েছেন, “এই জয় মানুষের জয়। শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাতে এই ফল হয়েছে। আমরা খুশি।”
- Advertisement -
একই সঙ্গে বিরোধীদের কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গে বিধানসভা ভোটে জয় পেয়েও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের জন্য কিছুই করেনি বিজেপি। মানুষ পুরভোটে তারই জবাব দিয়েছেন আরও বেশি করে তৃণমূল প্রার্থীদের জিতিয়ে।’’