“দশচক্রে ভগবানও ভূত হয়”, ‘সম্মানীয়’ মানিক ভট্টাচার্যকে তাই বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এজলাসে এসে জোড় হাত হলেন মানিক। বিচারপতি মানিককে চা খেতেও বললেন।

নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন করতে বিধায়ক মানিক ভট্টাচার্যকে কলকাতা হাইকোর্টে হাজির করতে আদেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুপুর ৩টে নাগাদ তিনি এজলাসে হাজির হন। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তাঁকে সরাসরি কিছু প্রশ্ন করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রশ্নের উত্তর দেন মানিক৷ জানান, তদন্তের স্বার্থে বা যেকোনো জিজ্ঞাসাবাদের জন্য বিচারপতি তলব করলেই তিনি হাজির হবে। হাত জোর করে মানিক জানান, “আমি সত্যিটাই বলতে চাই। সত্য সহজ, সত্য সুন্দর।”

জনপ্রিয় খবর:  Kolkata High Court : হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন টিএস শিবজ্ঞানম

এরপর মানিক ভট্টাচার্যকে সম্মানীয় ব্যক্তি বলে উল্লেখ করে ডেপুটি শেরিফের ঘরে নিয়ে গিয়ে বসিয়ে চা, কফি বা ঠান্ডা পানীয় দেওয়ার জন্য বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে বিচারপতির মন্তব্য, “দশচক্রে ভগবানও ভূত হয়। এই মানিক ভট্টাচার্য আমাদের ডেপুটি শেরিফের শিক্ষক ছিলেন।” বিচারপতি একান্তে বেশ কিছুক্ষণ কথাও বলেন বিধায়কের সঙ্গে।

জনপ্রিয় খবর:  Suvendu Adhikari : হাইকোর্টে ফের পঞ্চায়েত মামলা, শুভেন্দুর আবেদন মানছে না আদালত