BRAKING NEWS

এবার কি মদ মিলবে রেশন দোকানেই! বিক্রির অনুমতি চাইলেন রেশন ডিলাররা

 

রেশন ডিলারদের সংগঠনের তরফে রেশন দোকানে মদ বিক্রির অনুমতি চেয়ে কেন্দ্রীয় খাদ্য ও সরবরাহ মন্ত্রককে চিঠি দেওয়া হল। কেন্দ্রীয় খাদ্য ও সরবরাহ মন্ত্রকের প্রধান সচিব সুধাংশু পান্ডে ছাড়াও কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গয়াল, কেন্দ্রীয় অর্থ সচিব, কেন্দ্রীয় রাজস্ব সচিব, কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা ও খাদ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী ও সব রাজ্যের খাদ্য কমিশনার ও খাদ্য সচিবদের উক্ত আবেদনের প্রতিলিপি পাঠানো হয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের তরফে।

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলারস ফেডারেশনের তরফে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে লাইসেন্সের মাধ্যমে রেশন দোকান থেকে মদ বিক্রির প্রস্তাব রাখা হয়েছে। তাদের বক্তব্য, রেশন ব্যবস্থার বর্তমান পরিকাঠামোর জন্য রেশন ডিলারদের লাভ প্রায় নেই। দেশে সরকার অনুমোদিত রেশন দোকানের সংখ্যা পাঁচ লাখ ৩৭ হাজার ৮৬৮। রেশন দোকানগুলি বাচিয়ে রাখলেই তাদের এই অভিনব আবেদন। একই সঙ্গে রেশন দোকান থেকে পাঁচ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রির বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে।

Leave a Reply