সাম্প্রতিক কালে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বার বিভিন্ন প্রসঙ্গে মুখ খুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে সংবিধান বিরোধী কাজের অভিযোগ এনে এবং রাজ্যপালের অপসারণের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার।
বিধানসভা চত্বরে ২৫ জানুয়ারি ভোট পরবর্তী হিংসা, রাজ্যের আইনকানুন-সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন রাজ্যপাল। এছাড়া পেগাসাস-কাণ্ড নিয়ে রাজ্য সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিশন, বিনিয়োগ, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজনের খরচ, মা ক্যান্টিন চালানোর খরচ, গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন, এরোট্রোপলিস প্রকল্প, রাজ্য অর্থ কমিশন প্রভৃতি বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের কাছে তথ্য চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল। একাধিক তলব করেছেন রাজ্যের প্রশাসনিক কর্তাদেরও।
- Advertisement -
শুধু তাই নয়, বিভিন্ন প্রসঙ্গে টুইটারে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে সদুত্তর চেয়েছেন এবং সাংবিধানিক ক্ষমতা নিয়ে হুঁশিয়ারিও দিয়েছেন। অভিযোগ এনেছেন, রাজ্য তাঁকে তথ্য না দিয়ে সংবিধান পরিপন্থী কাজ করছে। এবার সেই সংবিধান বিরোধী কাজের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধেই।