অবশেষে ‘কেষ্ট’দা অনুব্রত মণ্ডল দিল্লি যাবেন। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ পেয়ে তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে ইডি-কে সবুজ সংকেত দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত।
গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডল। যৌথ তদন্ত করছে ইডি ও সিবিআই। ইডি জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রতকে দিল্লি আনতে চেয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আবেদন করে৷ আদালত অনুমতি দেয়। ইতিমধ্যে বীরভূমের বালিজুড়ি পঞ্চায়েতের মেজে গ্রামের বাসিন্দা শিবঠাকুর মণ্ডল অভিযোগ করেন, ২০২১ সালে অনুব্রত তাঁকে গলা টিপে খুন করার চেষ্টা করেছিলেন। সেই অভিযোগে ৭ দিনের পুলিশ হেফাজত হয় অনুব্রতর।
অন্যদিকে মঙ্গলবার রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রতকে দিল্লি হাজির করাতে শমন জারি করে। সেই শমন ইডির তরফে পাঠানো হয় আসানসোল সংশোধনাগারে। সেই আবেদন সংশোধনাগার কর্তৃপক্ষ আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করলে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যদিও দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন অনুব্রত। আগামী ১৭ ই মার্চ সেই মামলার শুনানি রয়েছে।