চাকরি দুর্নীতি মামলায় ধরা পড়েছেন তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। ইডি সূত্রের অভিযোগ, একাধিক প্রার্থীর চাকরি কিনতে সেই শান্তনুকে ১ কোটি ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি গুণধর খাঁড়া। বৃহস্পতিবার তিনি সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজির হলেন।

গত ১০ মার্চ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন হুগলির প্রাক্তন তৃণমূল যুবনেতা শান্তনু। এরপর থেকে একাধিক বার তাঁকে আদালতে পেশ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি করে দেওয়ার অভিযোগ এনেছে ইডি। নগর দায়রা আদালতে বুধবার শান্তনুকে নিয়ে মামলায় ইডির তরফে দাবি করা হয়, ২৬ জনকে অবৈধভাবে চাকরি পাইয়ে দিতে এক তৃণমূল নেতার কাছ থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা নিয়েছেন।

জনপ্রিয় খবর:  Scam : 'কালীঘাটের কাকু' গ্রেপ্তার! এরপর তবে কার পালা?

বৃহস্পতিবার আরামবাগ পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি গুণধর খাঁড়া কলকাতায় ইডি দফতরে হাজির হয়েছেন। ইডি সূত্রের দাবি, চাকরির জন্য শান্তনুকে টাকা দেওয়া তৃণমূল নেতা গুণধরই। এই সপ্তাহেই তিনি একপবার ইডির মুখোমুখি হয়েছিলেন। বৃহস্পতিবার ফের তাঁকে তলব করা হয়।