BRAKING NEWS

SSC Scam : ১,৯১১ গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বিজ্ঞপ্তি এসএসসি-র

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ১,৯১১ জন গ্ৰুপডি কর্মীর সুপারিশপত্র প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করলো এসএসসি। মধ্যশিক্ষা পর্ষদকে অবিলম্বে তাদের চাকরি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে তারা পরবর্তীতে কোনো চাকরির পরীক্ষায় বসতে পারবে না।

স্কুল সার্ভিস কমিশন শুক্রবার আদালতে হলফনামা দিয়ে জানায়, সুবীরেশ ভট্টাচার্য চেয়ারম্যান থাকাকালীন ওএমআর শিট-এ কারচুপি করে চাকরির সুপারিশপত্র দেওয়া হয়েছিল ২,৮১৯ জন গ্ৰুপ-ডি প্রার্থীকে। নিয়োগপত্র পেয়েছিলেন ১,৯১১ জন। এরপরেই ৫ মিনিটের মধ্যে ২,৮১৯ জনের নাম কমিশনের সাইটে আপলোড এবং সুপারিশপত্র প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। তার ৫ মিনিটের মধ্যে অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র প্রত্যাহার করতে মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের সঙ্গে সঙ্গেই ওয়েব সাইটে বিজ্ঞপ্তি দিয়ে ওই প্রার্থীদের সুপারিশ প্রত্যাহার করে নিল এসএসসি। সেই সঙ্গে যাদের নির্দেশে বেআইনি নিয়োগ হয়েছে তাঁদের নাম জানানোর জন্য সুবীরেশ ভট্টাচার্যকে নির্দেশ দেন বিচারক। আদালতের নির্দেশ, কোথাও নিজের শিক্ষাগত যোগ্যতা ব্যবহার করতে পারবেন না সুবীরেশ ভট্টাচার্য।