- Advertisement -
মঙ্গলবার পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়েছে। রাজধানী এক্সপ্রেস অপহরণ মামলায় শর্তসাপেক্ষে ছত্রধর মাহাতোর জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।
২০২১ সালে বিধানসভা ভোট চলাকালীন বাড়ি থেকে ছত্রধর মাহাতোকে গ্রেপ্তার করা হয়। প্রবীর মাহাতো হত্যাকাণ্ড মামলা ও রাজধানী এক্সপ্রেসে নাশকতার চেষ্টার মামলার তদন্তভার এনআইএ-র হাতে। তদন্তের স্বার্থে একাধিকবার তাঁকে তলব করা হলেও সেই সময়ে বিধানসভা ভোটে ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান ছত্রধর। এরপর গভীর রাতে এনআইএ-র ৪০ সদস্যের দল বাড়ি থেকে গ্রেপ্তার করে ছত্রধরকে।
মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ছত্রধর মাহাতোর জামিন মঞ্জুর করে। তবে আপাতত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় প্রবেশ করতে পারবেন না তিনি।