Justice Abhijit Gangopadhyay : “বিচারাধীন বিষয়ে কথা বলা উচিৎ হয়নি”, সাক্ষাৎকার নিয়ে মন্তব্য বিকাশরঞ্জন ভট্টাচার্য

Justice Abhijit Gangopadhyay : "বিচারাধীন বিষয়ে কথা বলা উচিৎ হয়নি", সাক্ষাৎকার নিয়ে মন্তব্য বিকাশরঞ্জন ভট্টাচার্য

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া প্রসঙ্গে সুপ্রিম কোর্টের মন্তব্য ও হলফনামা তলবের পরে এবার মুখ খুললেন আইনজীবী তথা বামনেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিচারপতির সাক্ষাৎকারে বিচারাধীন বিষয়ে কথা বলা উচিৎ হয়নি বলেই মত প্রকাশ করলেন তিনি।

নিয়োগ দুর্নীতি, এসএসসি সহ একাধিক মামলা কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিচারাধীন। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট তাঁর সাক্ষাৎকার নিয়ে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আগামী শুক্রবারের মধ্যে হলফনামা তলব করায় আশঙ্কা তৈরি হয়েছে মামলাগুলি তাঁর এজলাস থেকে সরে যাওয়ার। এই পরিস্থিতিতে সেই সুরেই মন্তব্য করলেন আইনজীবী বিকাশ।

আরও পড়ুন:  Kuntal Ghosh : সুপ্রিম কোর্টে কুন্তল, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ

তাঁর অভিমত, “সাক্ষাৎকার দেওয়া নিয়ে কোনো অসুবিধা নেই। তাতে আইনি কোনো বাধা নেই। বিচারপতিরা সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারবেন না এমনটা নয়।” তিনি আরও বলেন, “একজন বিচারপতি যে মামলা শুনছেন, তা নিয়ে যদি তিনি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তাহলে প্রশ্ন উঠবেই। ওই বিষয় নিয়ে সাক্ষাৎকারে বলাটা উচিত হয়নি। হয়তো এরপর সুপ্রিম কোর্ট ওঁর এজলাস থেকে ওই মামলাগুলি সরিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে।”

আরও পড়ুন:  Scam : এবার নজরে পুরসভায় নিয়োগ, সিবিআই-কে তদন্তের অনুমতি হাইকোর্টের

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ