Birbhum Blust : এবার বিস্ফোরণ বীরভূমে, তৃণমূল কর্মীর বাড়িতে ফাটল

Birbhum Blust : এবার বিস্ফোরণ বীরভূমে, তৃণমূল কর্মীর বাড়িতে ফাটল

ফের বিস্ফোরণ রাজ্যে। এবার বীরভূমের দুবরাজপুরে৷ বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্থ তৃণমূল কর্মীর বাড়ি। স্থানীয়দের অনুমান, বাড়িতে মজুত রাখা বোমা বিস্ফোরণ হয়েই এই ঘটনা ঘটেছে৷

এইদিন বীরভূমের দুবরাজপুরে তৃণমূলকর্মী শেখ শফিকের বাড়িতে বিস্ফোরণ হয়। অভিযোগ, বাড়িতে সিঁড়ির নীচে বোমা মজুত ছিল। কোনো ভাবে সেখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ছাদ, দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরে এলাকায় যায় দুবরাজপুর থানার পুলিশ। ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে।

আরও পড়ুন:  Bayron Biswas : বায়রনকে তৃণমূলের উপহার! নিরাপত্তায় রাজ্য পুলিশ

সাম্প্রতিক সময়ে রাজ্যে একাধিক বিস্ফোরণ ঘটেছে। এগরার অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে গত সপ্তাহের মঙ্গলবার ৯ জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন কারখানার মালিক ভানু বাগও। সেই অবস্থায় তিনি ওড়িশা পলায়ন করেন এবং কটকের রুদ্র হাসপাতালে ভর্তি হন। সিআইডি তাকে খুঁজে বের করে এবং হাসপাতালে তাঁকে আটক করা হয়। গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হওয়ায় সেখানেই চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় ভানুর। অন্যদিকে রবিবার দক্ষিণ ২৪ পরগনার বজবজের মহেশতলায় বাজি কারখানার বিস্ফোরণের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। তদন্তে নেমে ২০ হাজার কিলো বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে ৩৪ জন।

আরও পড়ুন:  Bayron Biswas : বায়রন ছাড়লেন কংগ্রেসের হাত, অভিষেকের হাত ধরে তৃণমূলে

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ