Breaking news 31/5/2022 3 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 31/5/2022 3 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

দক্ষিণবঙ্গে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রার পারদ। দিনের বেলা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২ দিন তাপমাত্রা বাড়তে চলেছে কলকাতায়। আগামী ৪৮ ঘণ্টায় বিশেষত বিকেল বা সন্ধের পর কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার পুরুলিয়ায় তৃণমূলের কর্মিসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ভোটে জেতার পর থেকে বিজেপির আর দেখা নেই। বিজেপির সাংসদ এখানে আসেন না। মুখ্যমন্ত্রী আরও বলেন আজকের লক্ষ্মীর ভাণ্ডার কে দিচ্ছে ? তৃণমূল কংগ্রেসের সরকার। কৃষকবন্ধুও দিচ্ছে তৃণমূল সরকার। শিল্পীদের ভাতা দিচ্ছে আমাদের সরকার সবুজসাথীর সাইকেল দিচ্ছে আমাদের সরকার, সবই যদি তৃণমূলের সরকার দেয় তাহলে বিজেপি কি করছে ?

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৫/১১/২০২২

ফের রক্তাক্ত উপত্যকা। কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসবাদীদের হাতে খুন স্কুল শিক্ষিকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ত্রাসবাদীদের গুলিতে গুরুতর জখম হয়েছিলেন ওই শিক্ষিকা। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, জম্মুর সাম্বা সেক্টরে থাকতেন ওই শিক্ষিকা। আপাতত ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২২/১১/২০২২

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক রামনারেশ সারওয়ান ব্যক্তিগত কারণ দেখিয়ে পুরুষদের সিনিয়র এবং জুনিয়র দলের নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছেন। তার মেয়াদ ছিল ২০২৪ সাল পর্যন্ত, কিন্তু সারওয়ান হঠাৎ সিদ্ধান্ত নেন যে তিনি নির্বাচক পদ থেকে পদত্যাগ করবেন। তিনি তার মেয়াদে মাত্র পাঁচ মাস পূর্ণ করেছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে এই ঘোষণা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ