- Advertisement -
গুরুতর অসুস্থ অবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে শনিবার রাতে ভেন্টিলেশনে দেওয়া হয়। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। দুপুরে তাঁর বুকের সিটি স্ক্যান করানো হবে বলে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।
জানা গিয়েছে, শ্বাসনালীর নিম্নাংশের সংক্রমণ এবং ‘টাইপ ২ রেসপিরেটরি ফেলিওর’-এর উপসর্গ নিয়ে শনিবার হাসপাতালে ভর্তি হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি ইনভেসিভ ভেন্টিলেশনে রয়েছেন এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করতে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা করছে।