বুধবার রাত ০৯:১৯ নাগাদ ৩৭৭৮৪ বর্ধমান-ব্যান্ডেল লোকাল শক্তিগড় স্টেশনে ঢোকার আগেই লাইনচ্যুত হয়। সেই দুর্ঘটনার জেরে বুধবার রাত থেকে ব্যান্ডেল-বর্ধমান শাখায় বিপর্যস্ত রেল চলাচল। বৃহস্পতিবারেও স্বাভাবিক হয়নি রেল পরিষেবা। তারই জেরে পরীক্ষার্থীদের অসুবিধার বিষয়টি বিবেচনা করে বৃহস্পতিবার এবং শুক্রবার একটি পরীক্ষা বাতিল করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে বৃহস্পতিবার এবং শুক্রবার পিএইচডি-র জন্য রিসার্চ এলিজিবিলিটি টেস্ট হওয়া নির্ধারিত ছিল। কিন্তু শক্তিগড়ের কাছে রেল দুর্ঘটনার জেরে ব্যাহত ট্রেন চলাচল। সেই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে বৃহস্পতিবার এবং শুক্রবারের পরীক্ষাটি বাতিল করা হয়েছে। পরবর্তীতে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার দিনক্ষণ জানানো হবে।

বর্ধমান-ব্যান্ডেল লোকাল শক্তিগড় স্টেশনে ঢোকার আগেই লাইনচ্যুত হয়। ট্রাকের বাইরে বের হয়ে যায় ট্রেনের দুটি বগি। সেই বগি সরানোর কাজ চলছে রেলের তরফে। ফলে ব্যাহত হয়েছে রেল চলাচল।