Bus Fare : ৩ সপ্তাহে পর চলবে না বাস, ভাড়া বৃদ্ধির জন্য সরকারকে সময়সীমা বাসমালিকদের

Bus Fare : ৩ সপ্তাহে পর চলবে না বাস, ভাড়া বৃদ্ধির জন্য সরকারকে সময়সীমা বাসমালিকদের

বেসরকারি বাসমালিকদের সংগঠনের তরফে রাজ্য সরকারকে রাজ্য জুড়ে বাসভাড়া বৃদ্ধির জন্য ৩ সপ্তাহ সময়সীমা দেওয়া হল। এর মধ্যে বাসভাড়া বৃদ্ধি করা না হলে রাস্তা থেকে বাস তুলে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বেসরকারি বাসমালিকদের সংগঠনের তরফে।

শুক্রবার বেসরকারি বাস মালিকদের একাধিক সংগঠনের তরফে সাক্ষাৎ করা হয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে। তাঁরা অবিলম্বে বাসভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবি জানান মন্ত্রীর কাছে। বিভিন্ন দাবির সমাধান সূত্রের বিষয়ে আশ্বাস দেওয়া হলেও রাজ্য পরিবহন দপ্তর সূত্রে খবর, বাস ভাড়া বৃদ্ধির বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অন্যদিকে বাসমালিকদের সংগঠনগুলির বক্তব্য, করোনা কালের পর বাস চালানো দুষ্কর হয়েছে। এছাড়াও ডিজেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন খরচ বেড়েছে। এই পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধি না হলে বাস চালানো কার্যত অসম্ভব হয়ে পড়বে বলে অভিযোগ বেসরকারি বাসমালিকদের। অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির তরফে জানা গিয়েছে, ভাড়া বৃদ্ধির জন্য সরকারকে ৩ সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছে৷ অন্যথা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ