Malda : বন্যাত্রাণে দুর্নীতি! সিএজি-কে তদন্তের নির্দেশ হাইকোর্টের

Malda : বন্যাত্রাণে দুর্নীতি! সিএজি-কে তদন্তের নির্দেশ হাইকোর্টের

ফের রাজ্যের হাইকোর্ট বিড়ম্বনা! মালদহে বন্যাত্রাণের ৫৮ কোটি টাকা তছরুপের তদন্তভার কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তথা সিএজি-র হাতে অর্পণ করলো কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে ৮ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মালদহের ২০১৭ সালের বন্যায় হরিশ্চন্দ্রপুর, রতুয়া, চাঁচল, গাজোল, হবিবপুর, ইংরেজ বাজার-সহ ১২টি ব্লক ক্ষতির মুখে পড়ে। মোট ১০২টি অঞ্চলে ক্ষতিগ্রস্তদের জন্য মোট ৫৮ কোটি টাকা ক্ষতিপূরণ হিসাবে ধার্য করে রাজ্য সরকার। কিন্তু অভিযোগ, সেই টাকা প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাননি। অভিযোগের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন।

আরও পড়ুন:  DA Case : সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারকে আলোচনায় বসার নির্দেশ কলকাতা হাইকোর্টের

এই মামলায় এর আগে সিএজি-কে বরোই ও হরিশ্চন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির ত্রাণ দুর্নীতি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জেলার সম্পূর্ণ ত্রাণ দুর্নীতির বিষয়টি তদন্তের নির্দেশ দিল সিএজি-কে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ