- Advertisement -
পোস্টিং নিয়ে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় প্রয়োজনে ৩৫০ জন প্রাথমিক শিক্ষককে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
২০২০ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়। কিন্তু পোস্টিং নিয়ে বেনিয়মের অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন শিক্ষক। ইডি ও সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই-কে জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করার অনুমতিও দেন তিনি। এবার প্রয়োজনে সিবিআই-কে প্রাথমিক শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিলেন তিনি।