কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের। এজলাস বদলালেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই এই মামলায় জেরা করতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

প্রসঙ্গত উল্লেখ্য, কুন্তল ঘোষের ইডি ও সিবিআই এর বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে পাঠানো চিঠি সংক্রান্ত মামলায় প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে ইডি ও সিবিআই প্রশ্ন করতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে তদন্তকারীরা চাপ দিচ্ছেন”, এমন অভিযোগ এনে প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগপত্র পাঠিয়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে বিচারপতি সিনহার এজলাসে আসে সুপ্রিম কোর্টের আদেশে। এরপর মামলায় যুক্ত হয়ে মামলা থেকে অব্যহতি চেয়ে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জনপ্রিয় খবর:  Kurmi Arrest : রাজেশ মাহাতো সহ ৯ জনের ১৪ দিনের পুলিশি হেফাজত, সিবিআই তদন্তের দাবি

বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করেদিলেন বিচারপতি অমৃতা সিনহা। গত সপ্তাহের শুক্রবার কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেকের রক্ষাকবচের আবেদন খারিজ হয়েছিল। এইদিন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখেছেন। সেই সঙ্গে আবেদনের সারবত্তা না থাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

জনপ্রিয় খবর:  Forest Assistant : ২ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চে