Municipality Scam : সিবিআই করবে পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্ত, রাজ্যের আবেদন খারিজ আদালতের

Municipality Scam : সিবিআই করবে পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্ত, রাজ্যের আবেদন খারিজ আদালতের

পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশের আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সেই আর্জি খারিজ করে জানিয়ে দিয়েছে, আদালত তদন্তে হস্তক্ষেপ করবে না।

পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর সুপ্রিম কোর্টের আদেশে সেই মামলা সরে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। রাজ্য সরকারের তরফে সিবিআই তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। কিন্তু তিনি রাজ্য সরকারের আর্জি খারিজ করে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল রাজ্য সরকার। প্রথমে রোস্টারে না থাকায় রাজ্যের মামলা গ্রহণই করেনি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। এরপর মামলা বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে যায়।

আরও পড়ুন:  Forest Assistant : ২ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চে

সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কোনো রকম হস্তক্ষেপ করলো না। বহাল রইলো পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের আদেশ। আগামী ৬ জুন মামলার ফের শুনানি হবে৷

আরও পড়ুন:  Forest Assistant : ২ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চে

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ