নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে এবার মধ্যশিক্ষা পর্ষদের অফিসে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই আধিকারিকরা সল্টলেকের নিবেদিতা ভবনে পর্ষদের অফিসে রবিবার দুপুরে উপস্থিত হন।

স্কুলে শিক্ষক নিয়োগ, গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা গিয়েছে, সেই সংক্রান্ত বিষয়েই পর্ষদের অফিস হানা দেয় সিবিআই। সেখান থেকে বেশ কিছু নথিপত্র নিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। পর্ষদের অ্যাডমিন পারমিতা রায় সহ বেশ কিছু আধিকারিককে জিজ্ঞাসাবাদও করা হয়েছে৷

জনপ্রিয় খবর:  Scam : শান্তনু ও কুন্তলের সঙ্গে লেনদেন 'কালীঘাটের কাকুর', দাবি ইডি সূত্রের