Abhishek CBI : অভিষেককে ফের চিঠি সিবিআইয়ের, হাজিরা আপাতত স্থগিত

Abhishek CBI : অভিষেককে ফের চিঠি সিবিআইয়ের, হাজিরা আপাতত স্থগিত

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল সিবিআই। মঙ্গলবার ফের চিঠি দিয়ে সেই হাজিরা স্থগিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত উল্লেখ্য, কুন্তল ঘোষের ইডি ও সিবিআই এর বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে পাঠানো চিঠি সংক্রান্ত মামলায় প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ও সিবিআই প্রশ্ন করতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দিয়ে জানায়, কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। মামলাটির পরবর্তী শুনানি আগামী ২৪ শে এপ্রিল। কিন্তু তারই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়ে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলে সিবিআই।

আরও পড়ুন:  Kuntal Ghosh : “অতিচালাকি বরদাস্ত করা যাবে না”, পুলিশে কুন্তলের অভিযোগ নিয়ে কড়া বিচারপতি গঙ্গোপাধ্যায়

এই নোটিশকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়। সিবিআই ও ইডিকে ব্যবহার করে তাঁকে হেনস্থা ও আদালতের অবমাননা করা হচ্ছে বলে অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়তৃণমূল কংগ্রেস৷ এরই মধ্যে মঙ্গলবার অভিষেককে চিঠি দিয়ে হাজিরার নোটিশ স্থগিত করেছে সিবিআই।

আরও পড়ুন:  Abhishek CBI : সিবিআই এর নোটিশ অভিষেককে, করতে চায় জিজ্ঞাসাবাদ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ