তাপপ্রবাহের তপ্ত দুপুরে গরম খবর! ভর দুপুরে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি অভিযানে সিবিআই। কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে বিধায়কের বাড়ি, অফিসে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।

সূত্র মারফত জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে স্থানীয় এজেন্ট কৌশিক ঘোষ নামে এক ব্যক্তির সন্ধান পান তদন্তকারীরা। এই ‘কৌশিক’ তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ‘ঘনিষ্ঠ’ দাবি সিবিআই সূত্রের। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সেই যোগসূত্র খতিয়ে দেখতে এইদিন সিবিআই এর তদন্তকারীরা বিধায়কের বাড়ি তল্লাশির সিদ্ধান্ত নেন।

খবর মিলেছে, সিবিআইয়ের তিন গোয়েন্দা বিধায়কের বাড়ি, অফিস-সহ একাধিক জায়গা খতিয়ে দেখছেন। দুপুরে সিবিআই আহা দেওয়ার পরেই বিধায়কের বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ করা হয়েছে।