Jibankrishna Saha : পুকুরে মোবাইল-পেনড্রাইভ-হার্ডডিস্ক, সিঁদুর কৌটোয় সিম, বিধায়কের বাড়িতে জারি তল্লাশি

Jibankrishna Saha : পুকুরে মোবাইল-পেনড্রাইভ-হার্ডডিস্ক, সিঁদুর কৌটোয় সিম, বিধায়কের বাড়িতে জারি তল্লাশি

আচমকা সিবিআই তল্লাশির মুখে পড়ে বাড়ি সংলগ্ন পুকুরে ছুঁড়ে ফেলেছেন মোবাইল, হার্ডডিস্ক, পেনড্রাইভ। তা খুঁজে পেতে পাম্প বসিয়ে তুলে ফেলা হয়েছে পুকুরের জল। সিবিআই তল্লাশি শুরুর প্রায় ২৪ ঘন্টা পর এই চিত্র বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার, এমনটাই দাবি সিবিআই সূত্রের।

শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ জীবনকৃষ্ণের বড়ঞার বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। নিয়োগ দুর্নীতির তদন্তে হানা দিয়ে তল্লাশি চালানো হয় বিধায়কের অফিস সহ একাধিক জায়গায়। সিবিআই সূত্রে খবর, তল্লাশি ও জেরার মাঝে শৌচালয়ে যাওয়ার বাহানায় নিজের দুটি মোবাইল পিছনের পুকুরে ফেলে দেন বিধায়ক। এছাড়াও দুটি পেনড্রাইভ, ল্যাপটপের হার্ডডিস্কও পুকুরে ফেলেছেন বলে জেরার বিধায়ক স্বীকার করেছেন বলে খবর। সিঁদুরের কৌটোর মধ্যে মিলেছে মোবাইলের মেমরি কার্ড।

আরও পড়ুন:  TMC : তৃণমূল সাংসদের ইস্তফা রাজ্যসভায়, জল্পনা রাজনৈতিক অলিন্দে

শুক্রবার রাতেই পুকুর ফেলে দেওয়া মোবাইল, পেনড্রাইভ, ল্যাপটপের হার্ডডিস্ক উদ্ধার করতে রাতেই পুকুরের জল ছেঁচে তুলে দেওয়া হয়েছে বলে খবর সিবিআই সূত্রে। এরপর সকালে মেটাল ডিটেক্টর ও সিবিআই এর অন্য দল পুকুরে তল্লাশি চালাচ্ছে। জানা গিয়েছে, বিভিন্ন নিয়োগ পরীক্ষার অ্যাডমিট সহ আরও অনেক নথি, ডাইরি প্রভৃতি তৃণমূল বিধায়কের বাড়িতে পেয়েছে সিবিআই। শনিবার সকাল থেকে বিধায়কের দুই আত্মীয়ের বাড়িতেও চলছে তল্লাশি।

আরও পড়ুন:  Arvind Kejriwal : কেজরিওয়ালকে সিবিআই তলব! মদ দুর্নীতি মামলায় হবে জিজ্ঞাসাবাদ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ