BRAKING NEWS

Abhishek CBI : সিবিআই এর নোটিশ অভিষেককে, করতে চায় জিজ্ঞাসাবাদ

সূত্রের খবর, মঙ্গলবার তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুন্তল ঘোষের চিঠি স‌ংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ই-মেল মারফত নোটিশ পাঠিয়েছে সিবিআই।

প্রসঙ্গত উল্লেখ্য, কুন্তল ঘোষের ইডি ও সিবিআই এর বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে পাঠানো চিঠি সংক্রান্ত মামলায় প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ও সিবিআই প্রশ্ন করতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে তদন্তকারীরা চাপ দিচ্ছেন”, এমন অভিযোগ এনে প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগপত্র পাঠিয়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ। তারই প্রেক্ষিতে উক্ত নির্দেশের পাশাপাশি “তদন্তকারী আধিকারিকদের হুমকি দেওয়া এবং তদন্তের গতি স্তব্ধ করার জন্য এ সব করা হচ্ছে। ন্যায়বিচারের স্বার্থে এই সব বন্ধ করতে হবে।” বলে মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দিয়ে জানিয়েছে, কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। মামলাটির পরবর্তী শুনানি আগামী ২৪ শে এপ্রিল। কিন্তু তারই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই-এর ই-মেল নোটিশের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক্তিয়ার নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

Leave a Reply