উত্তর দিনাজপুরের বালুরঘাট ব্লকের গণনাকেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা নিখোঁজ। ১১ জুলাই শুরু হয়েছিল পঞ্চায়েত ভোটের গণনা। ১২ জুলাই মধ্যরাতে বালুরঘাট থানার আইসি-কে চিঠি দিয়ে ক্যামেরার নিখোঁজ বলে জানিয়ে জেনারেল ডাইরি নথিবদ্ধ করেছেন বালুরঘাটের বিডিও।
বালুরঘাট কলেজের গণনাকেন্দ্রে রুম কেবি-০৫ -এ লাগানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা৷ সাদা কালো সেই ক্যামেরার সমস্ত বর্ণনা দিয়ে তা নিখোঁজ বলে বালুরঘাট থানাকে জানিয়েছেন বালুরঘাটের বিডিও। নিখোঁজ তার সঙ্গে থাকা মেমোরিকার্ডও। সেই মর্মে জেনারেল ডাইরি দাখিল করে তা সরকারি নথি হিসাবে গ্রাহ্য করার কথাও চিঠিতে জানিয়েছেন বিডিও। সেই চিঠি টুইটারে শেয়ার করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
পঞ্চায়েত ভোটের গণনা নিয়ে বারবার শাসক দল ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন বিরোধীরা। হাইকোর্ট আগেই প্রতি গণনাকেন্দ্রে সিসিটিভি রাখার নির্দেশ দিয়েছিল। হাই কোর্ট ইতিমধ্যেই অনেক জায়গারই সিসিটিভি ফুটেজ আদালতে জমা দিতেও বলেছে। তারই মধ্যে বালুরঘাটের ঘটনা সামনে এনে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা৷