BRAKING NEWS

Class 11 Exam : একাদশ শ্রেণির পরীক্ষা এবার স্কুলের দায়িত্ব, প্রশ্ন তৈরি থেকে উত্তর দেখা পুরোটাই

এবার থেকে একাদশ শ্রেণির বাৎসরিক পরীক্ষার প্রশ্ন তৈরি থেকে উত্তর দেখার সমস্ত দায়িত্ব নিতে হবে স্কুলগুলিকে। বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সেই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি৷

এতদিন পর্যন্ত সংসদ একাদশ শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতো। খাতা দেখার দায়িত্ব ছিল স্কুলগুলির৷ এবার থেকে সংসদের নির্দেশিকা মেনে স্কুলগুলিই তৈরি করবে একাদশ শ্রেণির বাৎসরিক পরীক্ষার প্রশ্ন পত্র। উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বও স্কুলগুলির।

তবে একাদশ শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে জারি থাকবে নির্দিষ্ট নিয়মাবলী। সংসদ নির্ধারিত সময়সীমার মধ্যে স্কুলগুলিকে পরীক্ষা নিতে হবে, উত্তর লেখার জন্য উত্তরপত্র দিতে হবে স্কুলগুলিকে, নির্দিষ্ট নিয়ম ও ধরন মেনে প্রশ্নপত্র তৈরি হবে, পরীক্ষার নম্বর সংশ্লিষ্ট পোর্টালে আপডেট করতে হবে বিদ্যালয়গুলিকে।

Leave a Reply