‘আগামী ১০০ বছর রাজ্যে বিদ্যুতের অভাব হবে না’, ডেউচা পাঁচামি নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

'আগামী ১০০ বছর রাজ্যে বিদ্যুতের অভাব হবে না', ডেউচা পাঁচামি নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিক সম্মেলনে ডেউচা পাঁচামি নিয়ে একাধিক প্রতিশ্রুতি ও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। এই প্রকল্পের ফলে আগামী একশো বছর রাজ্যকে বিদ্যুৎ কিনতে হবে না, মিটবে বিদ্যুতের সঙ্কটও।” মুখ্যমন্ত্রীর অভিযোগ করেছেন, ‘‘খাদান মালিকরা জমি দিতে বারণ করছেন। কিন্তু তা ঠিক নয়। সরকার কারও কাছ থেকে জোর করে জমি নিচ্ছে না। আমাদের নিজস্ব জমি আছে। সেই জমিতে প্রকল্পের কাজ শুরু হবে। আরও যে জমির প্রয়োজন তা যদি সরকারের ক্ষতিপূরণ নিয়ে কেউ দেন তবে সেই জমি নেওয়া হবে। না দিলে সেই জমি বাদ দিয়েই প্রকল্পের কাজ হবে।’’

আরও পড়ুন:  Jhargram: “আমাদের টাকা ফিরিয়ে দাও নাহলে জিএসটি বন্ধ করে দাও”, হুঙ্কার মমতার

প্রকল্পের কারণে পরিবেশের ক্ষতি হওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “পরিবেশের ক্ষতি করে কোনও কিছু করা হবে না। ইকো প্ল্যান্ট তৈরি করা হবে।” সেই সঙ্গে ক্ষতিপূরণ বিষয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, “জমির দামের চেয়ে দ্বিগুণ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। বাড়ি তৈরির জন্য পাঁচশোর বদলে সাতশো বর্গফুট জমি দেওয়া হবে। যাঁরা বাড়ি নেবেন না তাঁদের বাড়ি তৈরির অর্থ বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা থেকে সাত লক্ষ টাকা করা হবে। এ ছাড়া এককালীন দেড় লক্ষ টাকা করে দেওয়া হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ