BRAKING NEWS

College Admission : কলেজে ভর্তির জন্য একটি পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে, প্রস্তাব পাশ মন্ত্রিসভায়

এবার থেকে একটি মাত্র পোর্টালের মাধ্যমে সমস্ত কলেজে ভর্তির জন্য আবেদন করা যাবে৷ শেষ হতে চলেছে আলাদা আলাদা ভাবে কলেজে আবেদনের দিন। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রস্তাব রাজ্য মন্ত্রিসভায় পাশ হয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে ভর্তির জন্য পৃথক ভাবে আবেদন করতে হয় পড়ুয়াদের৷ এক্ষেত্রে ভর্তির সময় একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে অনেকবার। পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে নতুন নীতি আনার জন্য আগেই প্রস্তাব দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একটি পোর্টালের মাধ্যমে স্নাতক স্তরে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি অনুমোদিত হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আসন্ন শিক্ষাবর্ষ থেকেই বিষয়টি লাগু করতে তৎপর শিক্ষা দফতর।

অভিন্ন পোর্টালের মাধ্যমে স্নাতক স্তরে ভর্তি চালু হলে, একটি পোর্টালেই সমস্ত উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের আবেদন করতে হবে৷ বিশ্ববিদ্যালয় ভিত্তিক মেধাতালিকার মাধ্যমে ছাত্রছাত্রীরা ভর্তির জন্য কলেজ নির্বাচন করতে পারবেন।

Leave a Reply