স্কুল নিয়োগ সংক্রান্ত দুর্নীতিকে কেন্দ্র করে উত্তাল রাজ্য। তারই মধ্যে ফের অস্বস্তিতে রাজ্য সরকার। এবার কলেজগুলিতে অধ্যক্ষ নিয়োগে অস্বচ্ছতা ও নিয়মভঙ্গের অভিযোগ আনলেন এক জন অ্যাসোসিয়েট প্রফেসর তথা অধ্যক্ষপদ প্রার্থী। সেই মর্মে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা।

অধ্যক্ষ নিয়োগের মেধা-তালিকা তৈরিতে অনিয়ম ও অযোগ্যদের ঠাঁই দেওয়ার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তন্দ্রিমা চৌধুরী নামে এক জন অধ্যাপিকা। অভিযোগ, যোগ্যতার পরিবর্তে কলেজ সার্ভিস কমিশনের শীর্ষ কর্তাদের যোগসূত্রকে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে। মামলাকারী আবেদনে জানিয়েছেন, তাঁর তুলনায় কম যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা তাঁকে টপকে মেধা তালিকায় স্থান পেয়েছেন। এই সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে হাইকোর্টে।

জনপ্রিয় খবর:  Forest Assistant : ২ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চে