বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ থেকে চলতি সপ্তাহেই দানা বাঁধতে পারে ঘূর্ণিঝড় মোকা (Cyclone Mocha)। মৌসম ভবন জানিয়েছে, গভীর নিম্নচাপ অবশেষে ঘূর্ণিঝড়ের রূপ নিলে তা অতি প্রবল ঘূর্ণিঝড় (Cyclone Mocha) হতে পারে।

ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর সোমবার নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবারেই তার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা৷ মৌসম ভবনের পূর্বাভাস শুক্রবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। অতিপ্রবল এই ঘূর্ণিঝড় শুক্রবার ও শনিবার ১৩০-১৪০ কিমি বেগ তুলতে পারে। সর্বোচ্চ বেগ হতে পারে ১৫০ কিমি।

ঘূর্ণিঝড়ের বিষয়টি অনুমিত হলেও, ঝড়ের গতিপথ ও স্থলভাগে আসার বিষয়ে এখনও কিছু স্পষ্ট ভাবে জানায়নি মৌসম ভবন। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও।