ডিএ নিয়ে সরকারি কর্মচারী সংগঠনগুলি ও রাজ্যকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মতো শুক্রবার মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনরত সরকারি কর্মচারীদের বৈঠক হয়। কিন্তু বৈঠকের পরেই সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের বার্তা, “বৈঠক পুরোপুরি ব্যর্থ!” সেই সঙ্গে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

শুক্রবার রাজ্য সরকারের তরফে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও অর্থসচিবের উপস্থিতিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের প্রতিনিধিরা ডিএ নিয়ে বৈঠকে বসেন। আন্দোলনকারীদের দাবি, সরকারের কাছে তহবিল থাকলেও ডিএ দেওয়া হচ্ছে না। আগামী দিনে আরও বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর:  DA Protest : ১০ দিনের মধ্যে সরকার ও কর্মচারীদের বৈঠকের ঘোষণার নির্দেশ কলকাতা হাইকোর্টের

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বৈঠক প্রসঙ্গে জানিয়েছেন, রাজ্যের তরফে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে থাকার বিষয়ে জানানো হলেও তহবিলের অভাব নেই তা তথ্য প্রমাণ সহ দেখানো হয়েছে আন্দোলনকারীদের তরফে৷ সংগ্রামী যৌথ মঞ্চ আগামী ৬ মে কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে মহামিছিলের ডাক দিয়েছে।