কলকাতা হাইকোর্টের ছাড়পত্র মেলার পরে শনিবার ডিএ-র দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ মিছিল করলেন হরিশ মুখার্জি রোড হয়ে। সেখানেই অভিষেকের বাড়ির সামনে উঠলো ‘চোর-চোর’ স্লোগান। স্বেচ্ছাসেবকদের টিশার্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ ও কার্টুন। সব মিলিয়ে শনিবার সরগরম রইলো কলকাতার রাস্তা।

কলকাতার হরিশ মুখার্জি রোড হয়ে হাজরা রোড ধরে হল ডিএ আন্দোলনকারীদের মিছিল। হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতন’ এর পাশ দিয়ে মিছিল যাওয়ার সময় উঠলো ‘চোর-চোর’ স্লোগান। হাজরা রোডেও ওঠে সেই স্লোগান। পাশের পাড়াতেই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ফলে মিছিলকে কেন্দ্র করে পুলিশে পুলিশে ছয়লাপ ছিল চত্ত্বর। শনিবার দুপুর ১টায় হাজরা মোড় থেকে মিছিল শুরু করেন ডিএ আন্দোলনকারীরা। মিছিল থেকে হয় শঙ্খধ্বনি, স্লোগান।

জনপ্রিয় খবর:  Kurmi Arrest : ফের গ্রেপ্তার কুড়মি আন্দোলনকারী, পুলিশি অত্যাচারের অভিযোগ, ৬ জুন কুড়মি সমাবেশ

এইদিন মিছিলে দেখা গেল অভিনব দৃশ্য। আন্দোলনকারীদের পরনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখের ছবি ও কার্টুন দেওয়া টিশার্ট। তা পড়ে আন্দোলনে স্বেচ্ছাসেবকরা করলেন মিছিল নিয়ন্ত্রণ। মিছিলের আন্দোলনকারীরা করলেন রাস্তা পরিষ্কারও।