BRAKING NEWS

DA Protest : ১৮ মার্চ থেকে ফোনে নির্দেশ শুনবেন না সরকারি কর্মচারীরা, ডিজিটাল অসহযোগের ঘোষণা

DA Protest : ১৮ মার্চ থেকে ফোনে নির্দেশ শুনবেন না সরকারি কর্মচারীরা, ডিজিটাল অসহযোগের ঘোষণা, GNE BANGLA

ডিএ সহ একাধিক দাবিতে আগামী ১৮ মার্চ থেকে ডিজিটাল অসহযোগ আন্দোলন শুরু করতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। ব্যক্তিগত ফোনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ শোনা হবে না বলে সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চর তরফে জানানো হয়েছে।

সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টে ৩০ মিনিট পর্যন্ত কাজের সময় ব্যতীত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ গ্রহণ করা হবে না সরকারি কর্মচারীদের তরফে। সরকারি কর্মীরা ১৮ মার্চ তারিখ থেকে সরকারি সমস্ত হোয়াটস্অ্যাপ গ্রুপ ত্যাগ করবেন। ব্যক্তিগত ডিজিটাল মেশিন ও সুবিধা ব্যবহার করে সরকারি কাজ করা হবে না। সংগঠনের তরফে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক এব‌ং সরকারি কর্মীরা এই আন্দোলনে শামিল হচ্ছেন। তবে আন্দোলনের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে।