DA Protest :  ‘চোর-ডাকাত’ বলেছেন মুখ্যমন্ত্রী, প্রতিবাদে ৬ এপ্রিল কর্মবিরতি সরকারি কর্মচারীদের

DA Protest :  ‘চোর-ডাকাত’ বলেছেন মুখ্যমন্ত্রী, প্রতিবাদে ৬ এপ্রিল কর্মবিরতি সরকারি কর্মচারীদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে কর্মবিরতির ডাক দিলেন বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের একাংশ। সংগ্রামী যৌথ মঞ্চ এবং যৌথ সংগ্রামী মঞ্চ আগামী ৬ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে। ঐদিন বন্ধ রাখা হবে প্রশাসনিক কাজকর্ম। অন্যান্য কর্মচারী সংগঠনগুলিকেও কর্মবিরতিতে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, রেড রোডের ধর্না মঞ্চ থেকে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের কটাক্ষ করেন।  তিনি বলেন, ‘‘প্রতিদিন আপনারা ওখানে গিয়ে এই চাই, ঐ চাই করছেন। যারা চিরকুটে চাকরি পেয়েছিল, চোর ডাকাতগুলো, সব গিয়ে বসে আছে ডিএ-র ওখানে।’’

আরও পড়ুন:  Mamata Banerjee : সরকারি কর্মীদের উৎসব বোনাস বৃদ্ধি মুখ্যমন্ত্রীর, ডিএ আন্দোলনের মাঝেই সিদ্ধান্ত

এই মন্তব্যের প্রেক্ষিতে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে সরকারি কর্মচারী মহলে৷ শোরগোল সৃষ্টি হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলেও। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য, “যে মহামন্ত্রী তাঁর নিজের সরকারের কর্মচারীদের চোর-ডাকাত বলে দাগিয়ে দিতে পারেন, তাঁর তাল-জ্ঞান হারানোর লক্ষণ স্পষ্ট!” এছাড়াও কংগ্রেস, বিজেপি নেতারা এবং আন্দোলনরত সরকারি কর্মচারীদের সংগঠনগুলির তরফেও তীব্র প্রতিবাদ করা হয়৷ এবার আন্দোলনকারীদের তরফে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হল।

আরও পড়ুন:  DA Protest : অনশন প্রত্যাহার সরকারি কর্মচারীদের, চলবে আন্দোলন

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ