পঞ্চায়েতে কর্মরত গ্রাম রোজগার সহায়কদের গণ ডেপুটেশন

পঞ্চায়েতে কর্মরত গ্রাম রোজগার সহায়কদের গণ ডেপুটেশন

 

রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে মঙ্গলবার গণ ডেপুটেশন জমা দিল গ্রাম পঞ্চায়েতে কর্মরত গ্রাম রোজগার সহায়কদের সংগঠন পশ্চিমবঙ্গ জিআরএস অ্যাসোসিয়েশন।

পশ্চিমবঙ্গ জিআরএস অ্যাসোসিয়েশনের তরফে ৬ দফা দাবি জানানো হয়েছে রাজ্য সরকারের কাছে৷ তাদের দাবি যোগ্যতা অনুযায়ী পে স্কেল, সরকারি সুযোগ সুবিধা ও এইচআর পলিসি বাস্তবায়ন করতে হবে, গ্রুপ সি কর্মীদের ন্যায় বেতন ও ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দিতে হবে, নিয়মিত পদে রিজার্ভেশন ও পদোন্নতির সুবিধা দিতে হবে, বন্ধ হওয়া ইনক্রিমেন্ট ও ট্রেনিং ইনসেনটিভ পুনরায় চালু করতে হবে, সার্কুলার অনু্যায়ী পঞ্চায়েতে জিআরএস-দের কাজের পরিবেশ তৈরি করতে হবে, জিও-ট্যাগিংয়ের জন্য অপর্যাপ্ত, অস্বাভাবিক বা অনিয়মিত ইনসেনটিভ প্রদান বন্ধ এবং মাসিক ও ফিক্সড ট্রাভেল কস্ট দিতে হবে। দাবি সহযোগে জিআরএস অ্যাসোসিয়েশনের তরফে এইদিন সল্টলেকে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ