Durga Puja: সানফ্রান্সিস্কো ‘বে এরিয়া প্রবাসী’-র দুর্গাপুজো, আমেরিকায় বাঙালির মিলনমেলা

Durga Puja: সানফ্রান্সিস্কো ‘বে এরিয়া প্রবাসী’-র দুর্গাপুজো, আমেরিকায় বাঙালির মিলনমেলা

 

প্রবাসে দুর্গাপুজো, প্রবাসী বাঙালির কাছে ঘরে না ফিরেও বাড়ির আমেজ তৈরি। উপলক্ষ্য দুর্গোৎসব। তেমনই এক পুজো প্রায় অর্ধশতাব্দী হতে চলা আমেরিকার সান ফ্রান্সিস্কো বে এরিয়াতে  ‘বে এরিয়া প্রবাসী’-র দুর্গাপুজো।

১৯৭৪ সালের অক্টোবর মাস। আমেরিকায় শুরু হয়েছিল এই বাঙালিয়ানা উদযাপনের উৎসব। আল্পনা দেওয়া ও শঙ্খধ্বনি প্রতিযোগিতা, ঢাক ও ধুনুচিনাচ, আদ্যন্ত বাঙালি খাওদাওয়ার ব্যবস্থা। তাছাড়াও থাকে স্থানীয় বাঙালিদের শিল্প প্রতিভার বিকাশ। চলে আবৃত্তি, গান, নাচ। বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা দেশ থেকে এসে আসর মাতিয়ে যান। প্রকাশিত হয় বাংলা শারদীয়া পত্রিকা। দেশ হয়তো দূরে, কিন্তু দেশের উদযাপন সাক্ষী হয়ে ওঠে মা দুর্গার আবাহনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ