Durga Puja: লন্ডনের ক্যামডেন প্রাঙ্গণের পুজো, প্রবাসে একটুকরো বাঙালিয়ানা

Durga Puja: লন্ডনের ক্যামডেন প্রাঙ্গণের পুজো, প্রবাসে একটুকরো বাঙালিয়ানা

 

তাঁরা প্রবাসী বাঙালি। দেশ থেকে দূরে আছেন জীবিকার প্রয়োজনে। কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। পুজোর টান অমোঘ টান। তবুও দেশে ফেরা দুষ্কর। তাই সুদূর প্রবাসেই তাঁরা বছরের পর বছর ধরে উদযাপন করছেন বাঙালিয়ানা, করছেন দুর্গাপূজা।

১৯৬৩ সালের লন্ডনের ক্যামডেন প্রাঙ্গণ। কিছু প্রবাসী বাঙালির উদ্যোগে শুরু হয়েছিল দুর্গোৎসব। তারপর কেটে গিয়েছে অর্ধশতাব্দীরও বেশি সময়। ক্যামডেন পুজো কমিটির উদ্যোক্তারা দেবীর আরাধনা চালিয়ে গিয়েছেন নিরবিচ্ছিন্ন ভাবে। টেমসের তীরের খুঁটিপুজো প্রতিবছর করে ক্যামডেন পুজো কমিটি। তারপর বরণ, অঞ্জলি, সন্ধিপুজো, কুমারী পুজো অবশেষে মায়ের বিসর্জন সমস্ত কিছুই হয় রীতি মেনে। সাংস্কৃতিক ও ঐতিহ্যর মেলবন্ধনে পুজোর কয়দিন লন্ডনে উঠে আসে বঙ্গের সুবাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ