নিয়োগ দুর্নীতি মামলায় ফের তল্লাশিতে নামলো ইডি। এবার ইডি আধিকারিকদের হানা প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাকাউন্টস বিভাগের কর্মী অর্ণব বসুর সল্টলেকের আবাসনের ফ্ল্যাটে৷ ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে।

পার্থ চট্টোপাধ্যায়,অর্পিতা মুখোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, মানিক ভট্টাচার্য অনেকেই এখন নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেল বন্দি। দফায় দফায় একাধিক জায়গায় চলেছে ইডির তল্লাশি। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। এবার বুধবার ফের সল্টলেকের এক আবাসনের ফ্ল্যাটে তল্লাশি ইডির। পর্ষদের অ্যাকাউন্টস বিভাগের কর্মী অর্ণব বসুর সল্টলেকের আবাসনের ফ্ল্যাটে ইডি কিসের সন্ধানে তল্লাশি চালাচ্ছে তা এখনও জানা যায়নি।

জনপ্রিয় খবর:  SSC Scam : ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থার আধিকারিক গ্রেপ্তার, নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই পদক্ষেপ