পরিযায়ী শ্রমিকদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কর্স ইউনিয়ন’এর প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল কলকাতার শ্রমিক ভবনে। উপস্থিত ছিলেন সম্পাদক অশাদুল্লা গায়েন সভাপতি এস.এম. সাদি প্রমুখরা। করোনা কালে লকডাউনের সময় যানবাহন হীন রাস্তায় লক্ষ্য করা গিয়েছিল পরিযায়ী শ্রমিকদের স্রোত, দুর্দশা। সেই ভাবনা থেকেই সংগঠনের সৃষ্টি। এবার সংগঠনের পথ চলা শুরু হল নতুন পথে, এমনটাই অভিমত সংগঠনের সদস্যদের।
Migrant Workers : পথচলা শুরু! পরিযায়ী শ্রমিকদের সংগঠনের প্রথম রাজ্য সম্মেলন
