BRAKING NEWS

Madhyamik 2023 : মাধ্যমিকের অঙ্কে পুরো নম্বর পরীক্ষার্থীদের, মূল্যায়নের দুটি ধাপ অনলাইনে

এই বছরের মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। তবে প্রশ্ন উঠেছে অঙ্কের পরীক্ষা নিয়ে। গ্রাফ পেপার না দেওয়ায় অঙ্ক পরীক্ষা নিয়ে বিতর্ক তৈরি হয়। তবে পর্ষদ সভাপতি জানিয়েছেন, গ্রাফের অঙ্কটির গণনা সঠিক হলেই পুরো নম্বর দেওয়া হবে৷

সেই সঙ্গে আরও জানা গিয়েছে, মাধ্যমিকের ফলপ্রকাশ দ্রুত করতে করতে নেওয়া হচ্ছে বেশ কিছু পরীক্ষামূলক পদক্ষেপ। উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ার ২টি ধাপ পরীক্ষামূলক ভাবে অনলাইনে হবে। সূত্রে খবর, উত্তর পত্র মূল্যায়ন থেকে ফলপ্রকাশের আগে মোট ৫ টি ধাপ রয়েছে। তার মধ্যে ২টি ধাপ মুখ্য পরীক্ষকদের কাছ থেকে নম্বর সংক্রান্ত ব্যাখ্যা নেওয়া এবং সেই ব্যাখ্যা যাচাই অনলাইনে নেওয়া হতে চলেছে। ফলে যে প্রক্রিয়া সম্পন্ন হতে ২০ দিন লাগতো তা অনেক কম সময়ে সম্পন্ন হবে। অন্যদিকে মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশের আশ্বাস দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।