State Budget 2023 : ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার, ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ যুবক-যুবতীদের জন্য

State Budget 2023 : ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার, 'ভবিষ্যৎ ক্রেডিট কার্ড' যুবক-যুবতীদের জন্য

বুধবার বিধানসভায় রাজ্য বাজেট ঘোষণা করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যুবক-যুবতীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সরকারি উদ্যোগে ব্যাঙ্কের মাধ্যমে ঋণ দিতে ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ প্রকল্পের কথা বাজেটে ঘোষণা করেছেন প্রতিমন্ত্রী।

‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ প্রকল্পের মাধ্যমে ১৮-৪৫ বছর বয়সী ২ লক্ষ যুবক-যুবতী আর্থিক সহায়তা করা হবে। ব্যাঙ্কের মাধ্যমে সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন তাঁরা। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে। ঋণের ক্ষেত্রে ১৫ শতাংশ পর্যন্ত গ্যারান্টি প্রদান করবে সরকার। বাজেটে এই প্রকল্পের জন্য ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। জানানো হয়েছে, রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই এই প্রকল্প।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ