পুলিশের অনুমতি না মিললেও সোমবার কলকাতা হাইকোর্ট গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের অনুমতি দিয়েছিল শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত শান্তিপূর্ণ হ্যারিকেন মিছিল করার। সেই রায়ের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার।

আন্দোলনরত গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীরা চাকরির দাবিতে আগামী ১৭ মে সন্ধ্যায় হ্যারিকেন মিছিল করতে চেয়ে আবেদন করেন। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। মামলা দায়ের হয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করার অনুমতি দিয়েছেন বিচারপতি। সেই সঙ্গে মিছিলের জন্য একাধিক শর্তও দেওয়া হয়।

জনপ্রিয় খবর:  Forest Assistant : ২ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চে

মঙ্গলবার সেই রায়ের বিরুদ্ধে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। জরুরি ভিত্তিতে মামলার শুনানির জন্য আবেদন করা হয়। মঙ্গলবার বিকাল ৪ টের সময় শুনানির সময় দিয়েছে ডিভিশন বেঞ্চ।