“নির্বাচন নয়, একটি যুদ্ধ”, পুরসভা ভোট নিয়ে সরব রাজ্যপাল, রাজ্য নির্বাচন কমিশনারকে তলব

রবিবার রাজ্যে পুরভোটে একাধিক সন্ত্রাসের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। আক্রান্ত হয়েছে সংবাদমাধ্যম। সেই প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ভোটকে যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন তিনি।বসেই সঙ্গে সোমবার রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেছেন তিনি।

রবিবার পুরভোটে প্রশাসনের ভূমিকাকে তীব্র কটাক্ষ করে রাজ্যপাল বলেছেন, ‘পুরভোটে প্রশাসন পুরোপুরি একটি শিবিরের পক্ষ নিয়েছে। যা দেখলাম তাতে মনে হচ্ছে এটা কোনও নির্বাচন নয় বরং একটি যুদ্ধ। এই যুদ্ধে প্রশাসনিক কাঠামো, প্রশাসনের আধিকারিকরা পক্ষপাতদুষ্ট।’

একই সঙ্গে সোমবার সকালে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তলব করেছেন তিনি। রাজভবনে তরফে বিবৃতি জারি করে ও রাজ্যপালের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানান হয়েছে এই বিষয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ